বহুরূপী রাজনৈতিক নেতারা অভ্যুত্থানের চেতনার বিপরীতে অবস্থান নিয়েছে : মজনু
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/02/13/mjnu.jpg)
ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনু বলেছেন, আমাদের লড়াই ছিল একটি গণতান্ত্রিক সমাজ বিনির্মাণের, যেখানে দেশের সার্বভৌম ক্ষমতার মালিক জনগণ ভোট দিয়ে তাদের সরকার নির্বাচিত করবেন। আজ সেই সুযোগ এসেছে। তবে কিছু বহুরূপী রাজনৈতিক দলের ভূমিকা আজ শহীদদের সেই স্বপ্নের বিপরীতে অবস্থান নিয়েছে।
আজ বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেলে পুরাতন ঢাকার ধোলাইখালে ঢাকা মহানগর দক্ষিণের সূত্রাপুর থানা বিএনপি আয়োজিত ‘রাষ্ট্র কাঠামো মেরামত তারেক রহমান উপস্থাপিত ৩১ দফা ও জন সম্পৃক্তি’ শীর্ষক কর্মশালায় সভাপতির বক্তব্যে রফিকুল আলম মজনু এসব কথা বলেন।
রফিকুল আলম মজনু হুঁশিয়ার করে বলেন, যদি কারো হঠকারী আচরণ এবং নেতিবাচক রাজনীতির কারণে শহীদদের আত্মত্যাগ বৃথা যায়—বাংলাদেশ তাদের ক্ষমা করবে না। যে স্বপ্ন নিয়ে আমাদের তরুণ ছেলেরা বুকের তাজা রক্ত ও জীবন দিয়েছে, ৩১ দফা বাস্তবায়নের মাধ্যমে তাদের সে স্বপ্ন বাস্তবে রূপ দিবে।
কর্মশালা সঞ্চালনা করেন নগর সদস্য সচিব তানভীর আহমেদ রবিন। ৩১ দফা সংস্কার কর্মসূচি উপস্থাপন এবং বিশ্লেষণ করেন বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। আলোচনা করেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, নির্বাহী কমিটির সদস্য হামিদুর রহমান হামিদ, নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক হারুনুর রশীদ হারুন, আব্দুস সাত্তার, সাইদুর রহমান মিন্টু, মকবুল ইসলাম খাঁন টিপু, ফরহাদ হোসেন, দক্ষিণ স্বেচ্ছাসেবকদল সভাপতি জহিরউদ্দীন তুহিন, দক্ষিণ শ্রমিকদল আহ্বায়ক সুমন ভুইয়া, দক্ষিণ কৃষকদলের সভাপতি হাজী কামাল হোসেন, দক্ষিণ মহিলাদল সভাপতি রুমা আকতারসহ মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেন, বিনা ভোটের ফ্যাসিস্ট হাসিনার সরকার গত দেড় যুগে বাংলাদেশকে সকল দিক থেকে তছনছ করে দিয়েছে। এই সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠান এবং সামাজিক রাজনৈতিক এবং অর্থনৈতিক সংস্কারের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশের ৬০টিরও বেশি রাজনৈতিক দলের সাথে আলোচনার মাধ্যমে একটি ৩১ দফা প্রস্তাবনা উপস্থাপন করেছেন। জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় গেলে এ ৩১ দফা সকলকে নিয়ে বাস্তবায়ন করা হবে।
মহানগর সদস্য সচিব তানভীর আহমেদ রবিন বলেন, আমাদের সকলের ইস্পাত কঠিন ঐক্যই পারে আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের রাজনীতি থেকে চিরতরে বিদায় দিতে। তিনি বলেন, যে বা যারা পতিত ফ্যাসিস্ট এবং তার দোসরদের আশ্রয় কিংবা প্রশ্রয় দিবে তাদেরকেও প্রতিহত করা হবে।