অপারেশন ডেভিল হান্ট : ছয় দিনে গ্রেপ্তার ২৬১৬

সারাদেশে চলমান ডেভিল হান্ট অপারেশনের ষষ্ঠ দিনে আরও ৫০৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট দুই হাজার ৬১৬ জনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।
আজ শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ‘অপারেশন ডেভিল হান্ট’ ও অন্যান্য মামলা এবং ওয়ারেন্ট মূলে মোট এক হাজার ৪৫৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার হয়েছে ৫০৯ জন এবং অন্যান্য মামলা ও ওয়ারেন্টমূলে ৯৪৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশব্যাপী অভিযানে যৌথবাহিনী ১টি একনলা বন্দুক, ১টি ওয়ান শুটারগান, ১টি কার্তুজ, ১০টি রামদা, ১টি চাইনিজ ছুরি, ১টি দেশীয় তৈরি কাঠের বাটযুক্ত ছুরি, ২টি চাইনিজ চাপাতি, ১টি চাইনিজ কুড়াল, ৩টি কাঠের বাটযুক্ত দা, ৪টি ধামা এবং ১টি দেশীয় তৈরি কাঠের বাটযুক্ত কুড়াল উদ্ধার করা হয়েছে।
এর আগে, গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দেশজুড়ে যৌথ বাহিনীর বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্টে’ ৫৯১ জনকে গ্রেপ্তার করা হয়।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে গত শনিবার (৮ ফেব্রুয়ারি) থেকে সারা দেশে একযোগে পরিচালিত হচ্ছে ‘অপারেশন ডেভিল হান্ট’। এ অপারেশন যৌথভাবে পরিচালনা করছে সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ ও পুলিশের গোয়েন্দা শাখা ডিবি।