আগে স্থানীয় সরকার নির্বাচনের দাবি দূরভিসন্ধিমূলক : রিজভী

জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচনের দাবি কতিপয় রাজনৈতিক দলের দূরভিসন্ধিমূলক আচরণ বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী।
আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে বিভিন্ন জেলার বিএনপির নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে এ কথা বলেন রিজভী।
রুহুল কবির রিজভী বলেন, ‘শেখ হাসিনা ভয়ঙ্কর পরিকল্পনা নিয়ে ওৎ পেতে আছেন। দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে সেই ষড়যন্ত্র নস্যাৎ করতে হবে। জাতি এখন অবাধ-সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচনের জন্য অপেক্ষা করছে।’ ইউনূস সরকার নির্বাচন দিতে গড়িমসি করছে বলেও দাবি করেন তিনি।
বিএনপির জ্যেষ্ঠ যুগ্মমহাসচিব বলেন, ‘যে গণতন্ত্রের জন্য এতো জীবন গেল সেই গণতন্ত্র ফেরাতে ভোটের জন্য চূড়ান্ত ডেডলাইন দিতে হবে এই সরকারকে।’ তার আগে প্রয়োজনীয় সংস্কার দ্রুত সেরে নেয়ার কথাও বলেন রিজভী আহমেদ।