নড়াইলে দীর্ঘ আট বছর পর জেলা বিএনপির সম্মেলন

নড়াইল জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে জেলার রাজনীতিতে সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ। দীর্ঘ আট বছর পর রোববার (১৬ ফেব্রুয়ারি) শহরের শিল্পকলা একাডেমি চত্বরে অনুষ্ঠিত হয়েছে এই সম্মেলন।
সম্মেলনের প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সম্মেলনের শুভ উদ্বোধন করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বিএনপির কেন্দ্রীয় কমিটির এক ডজন নেতা সম্মেলনে উপস্থিত ছিলেন বলে জানা গেছে।
সম্মেলনে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নির্ধারিত কাউন্সিলরদের ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচিত হচ্ছেন। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বিশ্বাস জাহাঙ্গীর আলম (চেয়ার) ও জুলফিকার আলী মন্ডল (মোটরসাইকেল)। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মনিরুল ইসলাম (দেওয়ালঘড়ি), শাহরিয়ার রিজভী জর্জ (আনারস) ও অ্যাডভোকেট কামরুল ইসলাম (ছাতা)।
সাংগঠনিক সম্পাদক পদে লড়ছেন টিপু সুলতান (গোলাপফুল), অ্যাডভোকেট মাহাবুব মোর্শেদ জাপল (তালা) ও খন্দকার ইজাজুল হাসান বাবু (মাছ)। তবে প্রার্থী এস এম ফেরদৌস রহমান তার প্রার্থিতা প্রত্যাহার করে টিপু সুলতানকে সমর্থন করায় তিনি রয়েছেন ফুরফুরে মেজাজে।
নির্বাচন পরিচালনা কমিটির সদস্য ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট তারিকুজ্জামান লিটু জানান, নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। তিনি আশাবাদী, শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে।
দীর্ঘদিন পর অনুষ্ঠিত এই সম্মেলনকে ঘিরে দলীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। নড়াইলে বিএনপির রাজনীতিতে এই সম্মেলন নতুন দিগন্ত উন্মোচন করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।