অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার আরো ৩৮৯ জন
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2025/02/16/apaareshn_ddebhil_haantt.jpg)
ফাইল ছবি
ঢাকাসহ সারাদেশে শুরু হওয়া অপারেশন ডেভিল হান্টে গত ২৪ ঘণ্টায় আরো ৩৮৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া ডেভিল হান্টসহ অন্যান্য অভিযানে এ সময়ে গ্রেপ্তার করা হয়েছে ১ হাজার ১৪০ জনকে।
রোববার (১৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদরদপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) ইনামুল হক সাগর এ তথ্য জানান। তিনি জানান, গত ২৪ ঘণ্টায় অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার করা হয়েছে ৩৮৯ জনকে। এছাড়া এই বিশেষ অপারেশনসহ অন্যান্য অভিযানে গতকাল থেকে আজ পর্যন্ত ১ হাজার ১৪০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।