পানির অভাবে ১৫ লাখ টন চাল কম উৎপাদন হচ্ছে : আমীর খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, পানির অভাবে তিস্তা নদী এলাকা থেকে ১৫ লাখ টন চাল কম উৎপাদন হচ্ছে। আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে কুড়িগ্রামের উলিপুরে থেতরাই পাকার মাথা পয়েন্টে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটির সমাবেশে তিনি এ কথা বলেন।
তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি তিস্তা চুক্তি ও মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে এই অবস্থান কর্মসূচির আয়োজন করে।
তিস্তার ন্যায্য হিস্যা আদায়ে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, তিস্তা শুধু শুধু তিস্তা নয়। তিস্তার পানির সঙ্গে জড়িত আছে এই এলাকার মানুষের দৈনন্দিন জীবন যাপন। নির্ভর করছে এই অঞ্চলের কৃষি।
কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক ও তিস্তা নদী রক্ষা আন্দোলনের সমন্বয়ক মোস্তাফিজুর রহমানকে (মোস্তফা)আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আন্দোলন বেগবান করার দায়িত্ব আপনাদের। আমরা সফল না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাব। আপনারা পাশে থাকলে এই আন্দোলনে আমরা সফল হব ইনশা আল্লাহ।
উলিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও তিস্তা নদী রক্ষা আন্দোলনে সমন্বয়ক হায়দার আলীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক ও তিস্তা নদী রক্ষা আন্দোলনে সমন্বয়ক মোস্তাফিজুর রহমানকে (মোস্তফা), এনটিভির জেলা প্রতিনিধি ও জেলা বিএনপির ১ নং যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব প্রমুখ।