গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় কাভার্ড ভ্যানচালক নিহত, আহত ২০

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে মো. জাহাঙ্গীর (৩০) নামে এক কাভার্ড ভ্যানচালক মারা গেছেন। এতে আহত হয়েছেন আরও অন্তত ২০ জন।
আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে দুই ঘণ্টার বেশি সময় ধরে সড়কে যান চলাচল বন্ধ থাকে।
নিহত মো. জাহাঙ্গীর কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার বানকাটা গ্রামের মুকু মিয়ার ছেলে।
পুলিশ জানায়, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ফাল্গুনী পরিবহণের একটি যাত্রীবাহী বাস পোনা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নোভো কার্গো সার্ভিসের একটি কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে গাড়ি দুটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এ ঘটনায় আহত হয় অন্তত ২১ জন। আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কাভার্ডভ্যান চালক জাহাঙ্গীরের মৃত্যু হয়। এছাড়া গুরুতর আহত চারজনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
কাশিয়ানীর উপজেলার ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাকসুদুর রহমান মুরাদ বলেন, পুলিশের রেকার দিয়ে সড়কে থাকা ক্ষতিগ্রস্ত গাড়ি দুটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। জাহাঙ্গীরের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।