অপারেশন ডেভিল হান্টে আরও ৫৩২ জন গ্রেপ্তার

প্রতীকী ছবি
সারাদেশে চলমান ‘অপারেশন ডেভিল হান্টে’ গত ২৪ ঘণ্টায় ৫৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পুলিশ সদরদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ‘অপারেশন ডেভিল হান্ট’ ও অন্যান্য মামলা এবং ওয়ারেন্ট মূলে মোট এক হাজার ৫৮৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে অপারেশন ডেভিল হান্টে ৫৩২ জন এবং অন্যান্য মামলা ও ওয়ারেন্টমূলে এক হাজার ৫১ জনকে গ্রেপ্তার করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, দেশব্যাপী যৌথবাহিনীর অভিযানে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগজিন, একটি স্টিলের চাপাতি, দুটি বার্মিজ চাকু, একটি স্টিলের ঝং ধরা ছুরি ও একটি স্টিলের কিরিচ উদ্ধার করা হয়েছে।
আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ৮ ফেব্রুয়ারি থেকে সারাদেশে যৌথবাহিনীর সমন্বয়ে ‘অপারেশন ডেভিল হান্ট’ শুরু হয়েছে।