গাজীপুরে পুলিশ পরিচয়ে মালামাল লুটের চেষ্টা, গ্রেপ্তার ৪

গাজীপুরের কালিয়াকৈরে পুলিশ পরিচয়ে আলেশা মার্টের গোডাউন থেকে মালামাল লুটের চেষ্টার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ঠাকুরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেপ্তাররা হলেন—উপজেলার ঠাকুরপাড়া এলাকার জাহাঙ্গীর হোসেন (৩৮), নেত্রকোনার সাইফুল উদ্দিন (৪০), পুরানা পল্টন এলাকার ফেরদৌস আহম্মেদ (২৯) ও উপজেলার ভান্নারা এলাকার তুষার মিয়া (২২)।
পুলিশ সূত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলার ঠাকুরপাড়া এলাকায় আলেশা মার্টের গোডাউনে পুলিশ পরিচয় দিয়ে কয়েকজন দুর্বৃত্ত সাতটি পিকআপভ্যান নিয়ে প্রবেশ করে। পরে গোডাউনের বিভিন্ন মালামাল পিকআপভ্যানে তোলার সময় স্থানীয় লোকজন তাদের চারজনকে আটক করে। খবর পেয়ে কালিয়াকৈর থানার মৌচাক পুলিশ ফাড়ির রাত্রিকালীন টহল দলের এসআই ফজলু ও এসআই সামাদ ঘটনাস্থলে গিয়ে তাদের গ্রেপ্তার করে।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ বলেন, ‘পুলিশ পরিচয়ে কয়েকজন আলেশা মার্টের গোডাউনে প্রবেশ করে মালামাল লুটের চেষ্টা চালায়। এটা ডাকাতি নয়, পুলিশ পরিচয়ে প্রতারণা। গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’