এক কাপ চায়ের দামে এক কেজি আলু!

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল ও পীরগঞ্জে এবার আলুর বাম্পার ফলন হয়েছে। কিন্তু প্রত্যাশিত দাম পাচ্ছেন না চাষীরা। এক কেজি আলু বিক্রি করতে হচ্ছে এক কাপ চায়ের দামে।
কিছুদিন আগেও বাজারে প্রতি কেজি আলু ২০ থেকে ৩০ টাকা দরে বিক্রি হলেও এখন তা বিক্রি করতে হচ্ছে মাত্র ১০ থেকে ১২ টাকায়। গত বছরের তুলনায় আলুর বীজ কিনতে বাড়তি দাম গুনতে হলেও বিক্রি করতে হচ্ছে অল্প দামে। এতে লোকসানে পড়েছেন কৃষকেরা।
রানীশংকৈল থানার কাশিপুর ইউনিয়নের আলু চাষী রহিম এনটিভি অনলাইনকে বলেন, ‘আমি এবার অনেক ক্ষতিগ্রস্ত হয়েছি। প্রতি কেজি আলু বাজারে এখন মাত্র ১০ টাকা থেকে ১২ টাকা দরে বিক্রি করতে হচ্ছে। লাভতো দূরের কথা আমার সংসারের লবণ খরচও হয় না। ছেলেমেয়েদের পড়ালেখার খরচ কীভাবে ব্যবস্থা করব, ভেবে পাচ্ছি না ৷’
উপজেলার বনগাঁও গ্রামের আলু চাষী সিরাজুল ইসলাম বলেন, ‘এভাবে বাজারে আলুর দাম চলতে থাকলে আমাদের সার-কীটনাশকের খরচও উঠবে না ৷’
পীরগঞ্জ বীরহলি গ্রামের সালাম বলেন, ‘বিঘাপ্রতি যে খরচ হয়েছে তার তিনগুণ লোকসানে আলু বিক্রি করতে হচ্ছে।’
রানীশংকৈল ও পীরগঞ্জের কিছু হাট-বাজার পরিদর্শন করে দেখা গেছে, খুচরা বাজারে কেজি প্রতি আলু বিক্রি হচ্ছে ১২ থেকে ১৫ টাকায় আর পাইকারি বাজারে কেজিপ্রতি আলু বিক্রি হচ্ছে ১০ টাকায়।
এ বিষয়ে রানীশংকৈল উপজেলার কৃষি কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, ‘আলুর দাম বর্তমান বাজারে কিছুটা কম। তবে আমরা আলু বাইরের বিভিন্ন দেশে রপ্তানি করছি। এ পর্যন্ত ৫০০ মেট্রিকটন আলু রপ্তানি করা হয়েছে। এভাবে প্রতিদিন বাইরে রপ্তানি হলে আলুর দাম বৃদ্ধি হওয়ার সম্ভাবনা রয়েছে।’