ছাত্রদের নতুন দল ‘জাতীয় নাগরিক পার্টি’র যাত্রা শুরু হচ্ছে আজ

জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে গঠিত নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (ন্যাশনাল সিটিজেন পার্টি বা এনসিপি) আত্মপ্রকাশ করতে যাচ্ছে। আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ৩টায় রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে এই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান হবে। নতুন দলের আত্মপ্রকাশ ঘিরে জোর প্রস্তুতি চলছে।
এর আগে গত ২৪ ফেব্রুয়ারি এক সংবাদ সম্মেলনে নতুন দলের আত্মপ্রকাশের তথ্য জানিয়েছিলেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ৮ আগস্ট ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার শপথ নেয়। সেই সময় উপদেষ্টা হিসেবে শপথ নেন নাহিদ ইসলামও। নতুন রাজনৈতিক দল গঠনের লক্ষ্যে গত ২৫ ফেব্রুয়ারি তিনি পদত্যাগ করেন। নতুন দলের আহ্বায়ক হতে যাচ্ছেন তিনি।
এ ছাড়া তরুণদের এ রাজনৈতিক দলের সদস্যসচিব পদে আখতার হোসেনের নাম চূড়ান্ত হয়েছে বলে জানা গেছে। নাসীরুদ্দীন পাটওয়ারীকে প্রধান সমন্বয়কারী, হাসনাত আবদুল্লাহকে দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সারজিস আলমকে উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক পদে চূড়ান্ত করা হয়েছে।