নিষিদ্ধ ছাত্রলীগের চবি শাখার সাবেক সহসভাপতি ফাল্গুনী গ্রেপ্তার

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখার সাবেক সহসভাপতি ফাল্গুনী দাশকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাতে তাকে রাজধানীর অমর একুশে বইমেলা থেকে গ্রেপ্তার করে শাহবাগ থানার পুলিশ।
আজ শনিবার (১ মার্চ) রাতে বিষয়টি এনটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর।
ওসি খালিদ মনসুর বলেন, ফাল্গুনীকে আজ শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে।
ফাল্গুনী দাশকে গ্রেপ্তারের বিষয়ে চবি ছাত্র মজলিসের সভাপতি সাকিব মাহমুদ রুমী গণমাধ্যমকে বলেন, গতকাল রাত সাড়ে ৯টার দিকে আমরা কয়েকজন বন্ধু বইমেলা প্রাঙ্গণে ছিলাম। হঠাৎ ফাল্গুনী দাশের মতো একজনকে দেখতে পাই, তিনি উজান প্রকাশনীর স্টলের দিকে হেঁটে যাচ্ছেন। আমি প্রথমে নিশ্চিত হলাম যে এটাই ফাল্গুনী দাশ। নিশ্চিত হয়ে সাথে সাথে শাহবাগ থানার ওসি খালিদ মনসুরকে কল দিই। কল পেয়ে তিনি এসে ফাল্গুনী দাশকে আটক করে শাহবাগ থানায় নিয়ে যান।
রুমী আরও বলেন, ফাল্গুনী দাশ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনেক অপকর্মের সাথে জড়িত। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের বিরুদ্ধে ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের অন্যতম উসকানিদাতা।