কারাগারে কেমন আছেন প্রশ্নে যা বললেন শাজাহান খান

রাজধানীর যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক নৌপরিবহন মন্ত্রী শাজাহান খানকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।
আজ বুধবার (৫ মার্চ) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মনিরুল ইসলাম এ আদেশ দেন। এর আগে আজ সকালে যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় শাজাহান খানকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে পুলিশ। এদিন কড়া নিরাপত্তায় তাকে আদালতে তোলা হয়। তবে আদালতে গ্রেপ্তার দেখানোর সময় তিনি কোনো কথা বলেননি।
আদালত থেকে বের হওয়ার সময় হাসিমুখে ছিলেন শাজাহান খান। এ সময় হাসির কারণ জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, আমি সবসময় হাসি, মৃত্যুর আগ পর্যন্ত হাসতে থাকব।
কারাগারে কেমন আছেন- এমন প্রশ্নে সাবেক নৌপরিবহনমন্ত্রী বলেন, খুব ভালো আছি। কারাগারে থেকে সন্ত্রাসীদের হাত থেকে নিরাপদে আছি। এরপর তাকে অন্যান্য আসামির সাথে হাজতখানায় নিয়ে যাওয়া হয়। উল্লেখ্য, গত বছরের ৬ সেপ্টেম্বর শাজাহান খানকে গ্রেপ্তার করা হয়।