ইরানি নাগরিকদের মারধর, গ্রেপ্তার ২

রাজধানীর বসুন্ধরায় দুই ইরানি নাগরিকসহ তিনজনকে মারধরের ঘটনায় করা মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- আবদুল্লাহ (২০) ও সাব্বির মিয়া (১৯)।
আজ বুধবার (৫ মার্চ) ভাটারা থানার উপপরিদর্শক হাবিবুর রহমান এনটিভি অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এ ঘটনায় একটি মামলা করা হয়েছে।
এর আগে গতকাল মঙ্গলবার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় এ মারধরের ঘটনা ঘটে। পরে জাতীয় জরুরি সেবা-৯৯৯ এ কল পেয়ে পুলিশ দুই বিদেশি নাগরিককে উদ্ধার করে। তারপর তাদের হাসপাতালে ভর্তি করা হয়।
আহত ইরানের দুই নাগরিক হলেন- মোহাম্মদ আহমদ (৭৪) ও তার নাতি মো. মেহেদী (১৮)।
পুলিশ জানায়, ওই দুই বিদেশি নাগরিক বাংলাদেশে ঘুরতে এসেছিলেন। মঙ্গলবার তারা বসুন্ধরা আবাসিক এলাকায় মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানে গিয়েছিলেন। সেখানে থাকা ব্যক্তিদের সঙ্গে ওই দুই নাগরিকের তর্কাতর্কি হয়। একপর্যায়ে দুই নাগরিকসহ তাদের ভাড়া করা গাড়ির চালককে ছিনতাইকারী বলে মারধর করা হয়।