হত্যা মামলায় কামাল মজুমদারকে গ্রেপ্তার দেখানোর আদেশ

কামাল আহমেদ মজুমদার। ফাইল ছবি
মিরপুর মডেল থানায় করা হত্যা মামলায় সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ বুধবার (৫ মার্চ) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মনিরুল ইসলাম এই আদেশ দেন।
এদিন কড়া নিরাপত্তায় কামাল আহমেদ মজুমদারকে আদালতে হাজির করে পুলিশ। এরপরে তিনি বুকে হাত বেঁধে দেয়াল ঘেঁষে কাঠগড়ায় দাঁড়িয়ে ছিলেন।
এর আগে গত ১৮ অক্টোবর রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে গ্রেপ্তার হন সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। এরপরে তাকে একাধিক মামলায় গ্রেপ্তারসহ রিমান্ডে পাঠানো হয়। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।