নারীদের নিরাপত্তা ও স্বাধিকার নিশ্চিত করতে হবে : শিমুল বিশ্বাস

বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়কারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস সম্প্রতি নারীদের উপর নির্যাতন ও হেনস্তার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেছেন, ৫ আগষ্টের পর বর্তমান অন্তবর্তী সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক বেশি। দেশের সকল মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, কিন্তু আইনশৃঙ্খলার উন্নতির পথে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে। পরিস্থিতির উন্নতি না হওয়ায় মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা দেখা দিয়েছে। বিশেষ করে নারীরা আজ চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। নারীদের নিরাপত্তা ও স্বাধিকার নিশ্চিত করতে হবে।
আজ শনিবার (৮ মার্চ) রাজধানীর মতিঝিল সারা টাওয়ারে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় মহিলা কমিটির উদ্যোগে ‘নারীর প্রতি বৈষম্য ও হয়রানিমুক্ত কর্মক্ষেত্র : বাস্তবতা ও করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে শিমুল বিশ্বাস এসব কথা বলেন।
শিমুল বিশ্বাস বলেন, সমাজের অর্ধেক অংশ নারী এবং তাদের অবদান ছাড়া কোনো সমাজই পূর্ণতা পায় না। পরিবার থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত নারীরা তাদের দক্ষতা, মেধা এবং শ্রম দিয়ে সমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। কিন্তু আজও অনেক ক্ষেত্রে নারীরা বৈষম্য, নির্যাতন এবং অবহেলার শিকার হচ্ছেন। আমাদের এই অবস্থার পরিবর্তন করতে হবে। তিনি বলেন, নারীর ক্ষমতায়ন শুধুমাত্র নারীর জন্য নয়, পুরো সমাজের জন্য অপরিহার্য। একটি সমৃদ্ধ ও উন্নত সমাজ গঠনের জন্য নারী-পুরুষের সমান অংশগ্রহণ প্রয়োজন। আমাদের উচিত নারীর শিক্ষা, স্বাস্থ্য এবং কর্মক্ষেত্রে নিরাপত্তা নিশ্চিত করা, যাতে তারা তাদের মেধা এবং গুণাবলীর পূর্ণাঙ্গ বিকাশ করতে পারে।
শিমুল বিশ্বাস আরও বলেন, স্বাধীনতা সংগ্রামে নারীর ভূমিকা ছিল অপরিসীম। মুক্তিযুদ্ধে নারীরা অত্যন্ত সাহসিকতার সঙ্গে অংশগ্রহণ করেছিলেন। তারা শুধু যোদ্ধা হিসেবেই নয়, চিকিৎসক, নার্স, সংগঠক এবং মুক্তিযোদ্ধাদের সহায়ক হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বাংলাদেশের রাজনীতিতে নারীরা উল্লেখযোগ্য ভূমিকা রাখছেন। বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের গনতন্ত্র প্রতিষ্ঠার জন্য লড়াই সংগ্রাম করে যাচ্ছেন। ক্রীড়া, সাংস্কৃতিক এবং দেশের উন্নয়নে নারীকে আরও এগিয়ে নিতে আমাদের যথাযথ ভূমিকা পালন করতে হবে।
শ্রমিকদল কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক কোহিনূর মাহমুদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন শ্রমিকদলের সভাপতি আনোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক নূরুল ইসলাম খান নাসিম, শ্রমিক নেতা মেহেদী আলী খান, আবুল কালাম আজাদ, রফিকুল ইসলাম, মঞ্জুরুল ইসলাম মঞ্জু, খোরশেদ আলম, হামিদা খাতুন, নার্গিস জাহান, তাসলিমা আক্তার ডিনা, মুজিবর রহমান প্রমুখ।