হিযবুত তাহরীরের ৫ জন কারাগারে

হিযবুত তাহরীরের ‘মার্চ ফর খেলাফত’ কর্মসূচি ঘিরে পুলিশের সঙ্গে সংঘর্ষের মামলায় গ্রেপ্তার হওয়া পাঁচজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
আজ রোববার (৯ মার্চ) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওয়াহিদুজ্জামান এ আদেশ দেন।
ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে আজ মামলার তদন্ত কর্মকর্তা আসামিদের হাজির করে প্রত্যেককে ১০ দিন করে রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। তবে আজ বিচারক আসামিদের কারাগারে প্রেরণ করে রিমান্ড শুনানির জন্য আগামী ১৩ মার্চ দিন ধার্য করেন।
আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) রোকনুজ্জামান গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।
কারাগারে নেওয়া আসামিরা হলেন—মাশরাফি রহমান মাহি, ইরফান শাহরিয়ার, সাইফুল ইসলাম, আনাসুর রহমান ও সোহেল রানা।
নথি থেকে জানা গেছে, গত শুক্রবার (৭ মার্চ) দুপুর ২টার দিকে রাজধানীর পল্টন থানার বায়তুল মোকাররম মসজিদ এলাকায় ‘মার্চ ফর খেলাফত’ কর্মসূচি শুরু করে নিষিদ্ধ সংগঠন হিযবুত তাহরীর। এ সময় পুলিশ বাধা দিলে তারা পুলিশের দিকে ইটপাটকেল ছুড়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটায়। এর পরের দিন রাজধানীর পল্টন থানায় এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা করে পুলিশ।