রাজধানীর মোহাম্মদপুরে সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ১১

অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধে জড়িত ১১ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানা।
গ্রেপ্তারকৃতরা হলেন আদর (২১), ইব্রাহিম (২৬), পাপ্পু (৩৫), বিল্লু (৩৫), সাগর (৩০), আসিফ (২২), মারুফ (২৮), আবু জাহের (৩০), দয়াল (১৯), আলমগীর (৩২) ও আল আমিন (২০)।
গতকাল রোববার (৯ মার্চ) মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রপ্তার করা হয়।
মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, গ্রেপ্তারদের মধ্যে রয়েছে চিহ্নিত মাদক কারবারি, পেশাদার সক্রিয় ছিনতাইকারী এবং বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী। অভিযানে গ্রেপ্তারদের হেফাজত হতে বিভিন্ন দেশীয় অস্ত্র ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়। গ্রেপ্তারদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।