রাজধানীতে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৩৫

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে মোট ২৩৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (১৩ মার্চ) ডিএমপির ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার সূত্রে এ তথ্য জানা গেছে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছে—সাত ডাকাত, ১৩ পেশাদার সক্রিয় ছিনতাইকারী, তিন চাঁদাবাজ, ১২ চোর, ২৩ মাদক কারবারি ও ৩৭ পরোয়ানাভুক্ত আসামি। এ ছাড়া অন্যান্য অপরাধে জড়িত অপরাধীদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপির ক্রাইম কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার সূত্র জানায়, রাজধানীতে নিরাপত্তা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ ও কৌশলগত স্থানে ডিএমপি কর্তৃক ৭১টি পুলিশি চেকপোস্ট পরিচালনা করা হয়।
গত ২৪ ঘণ্টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৫০টি থানা এলাকায় জননিরাপত্তা বিধানে দুই পালায় ডিএমপির ৬৬৭টি টহল টিম দায়িত্ব পালন করে। এর মধ্যে রাতে ৩৪০টি ও দিনে ৩২৭টি টিম দায়িত্ব পালন করে।
টহল টিমগুলোর মধ্যে রয়েছে মোবাইল পেট্রোল টিম ৪৭৯টি, ফুট পেট্রোল টিম ৭৩টি ও হোন্ডা পেট্রোল টিম ১১৫টি।
অভিযানে বিভিন্ন অপরাধে ব্যবহৃত একটি বিদেশি রিভলভার, ৩৬ রাউন্ড গুলি, চারটি ককটেল, দুটি সামুরাই, একটি সুইচ গিয়ার, একটি চাকু, একটি ডেগার, দুটি কাঁচি, ৬৫টি মোবাইলফোন, একটি ট্যাব, ১১০ ফুট টিএন্ডটি তার, দুটি জাল দলিল, একটি রিকশা, গাড়ির দুটি লুকিং গ্লাস, দুটি ইঞ্জিন কাভার, দুটি ডোর প্যাড ও নগদ দুই ২০০ টাকা উদ্ধার করা হয়।
এ ছাড়া উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছ—ছয় হাজার ৮৪৭ পিস ইয়াবা, ২৬ লিটার দেশী মদ, ৪৮০ গ্রাম গাঁজা ও তিন গ্রাম হেরোইন। গত ২৪ ঘণ্টায় ডিএমপির বিভিন্ন থানায় ৮২টি মামলা রুজু করা হয়। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।