দুই ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক

গাজীপুর মহানগরীর বাসন থানাধীন তেলিপাড়া এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে অবরোধ তুলে নিয়েছেন ঈদ বোনাসের দাবিতে আন্দোলনরত শ্রমিকরা। আজ শুক্রবার (১৪ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে অবরোধ তুলে নেন তারা।
এর আগে ঈদ বোনাসের দাবিতে সকাল সাড়ে ৯টার দিকে ‘স্মোক সোয়েটার’ নামে একটি কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেন।
পুলিশ ও শ্রমিকদের সূত্র জানায়, আজ সকাল ৯টার পর মহানগরীর তেলিপাড়ায় অবস্থিত ‘স্মোক সোয়েটার’ নামে একটি ফ্যাক্টরির দুই থেকে তিন শতাধিক শ্রমিক ঈদুল ফিতরের বোনাসের দাবিতে বিক্ষোভ শুরু করেন। পরে তারা মহাসড়কে অবস্থান নেন। ফলে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েন এই সড়কে যাতায়াতকারী বিভিন্ন পরিবহণের চালক ও যাত্রীরা।
বিষয়টি নিশ্চিত করে গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার এ কে এম জহিরুল আলম বলেন, শ্রমিকরা ঈদ বোনাসের দাবিতে সকাল থেকে মহাসড়ক অবরোধ করেছিল। পরে বেলা সাড়ে ১১টার দিকে অবরোধ তুলে নেন শ্রমিকরা। বর্তমানে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।