মনে হয় যেন নতুন দল একাই আন্দোলন করেছে : ইশরাক হোসেন

বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, যারা নতুন দল করেছেন, তাদের ভাব দেখলে মনে হয় যেন তারা একাই আন্দোলন করেছে। ৫ আগস্টের আগে বাংলাদেশ নামে কোনো রাষ্ট্রই ছিল না, দেশ স্বাধীন ছিল না, নতুন করে দেশ স্বাধীন হয়েছে। এ ধারনা ভুল, এগুলো বিভ্রান্তি। আমাদের এসব বিভ্রান্তি ভাঙানোর প্রয়োজন আছে।
আজ শুক্রবার (১৪ মার্চ) সন্ধ্যায় বগুড়ার শিবগঞ্জের মোকামতলা হাইস্কুল মাঠে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে ইশরাক এসব কথা বলেন।
ইঞ্জিনিয়ার ইশরাক বলেন, এই স্বাধীন দেশটাকে লুট করেছিল শেখ হাসিনা। এই বিপ্লবের মাধ্যমে আমরা স্বাধীনতা ফেরত পেয়েছি। এদেশে আমরা জিয়াউর রহমানের শাসনামলে বহুদলীয় গণতন্ত্র দেখেছি। খালেদা জিয়ার শাসনামলেও গণতন্ত্র চর্চা হয়েছে। এখন যদি কেউ দাবি করে দেশ স্বাধীন ছিল না, তাহলে তা গ্রহণযোগ্য হবে না।
বিএনপির এই নেতা বলেন, তারেক রহমান নতুন দলকে স্বাগত জানিয়েছেন। আমিও তাদের সমর্থক। আমরা চাই নিজের জনপ্রিয়তা প্রমাণ করে সংসদে আসুন। আপনারা সংখ্যাগরিষ্ঠ হলে সরকার গঠন করবেন। তখন সংসদে সেকেন্ড রিপাবলিক ও গণ পরিষদ নির্বাচনের প্রস্তাব দেবেন। পাস হলে সেভাবেই সেটি বাস্তবায়ন হবে। এ ছাড়া আইনিভাবে এর কোনো সুযোগ নেই।
মোকামতলা ইউনিয়ন বিএনপির সভাপতি নূরে আলম মো. মামুন তালুকদারের সভাপতিত্বে এতে প্রধান বক্তার বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম। মোকামতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রোকন উদ দৌলা রুবেলের সঞ্চালনায় উক্ত মাহফিলে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি নূরে আলম মামুন তালুকদার প্রমুখ।