জামালপুরে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

ছাত্রলীগ নেতা মনজরুল ইসলাম মঞ্জু। ছবি: এনটিভি অনলাইন
জামালপুরের মেলান্দহে মনজরুল ইসলাম মঞ্জু নামে নিষিদ্ধঘোষিত এক ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (১৪ মার্চ) দিনগত রাতে উপজেলার মাহমুদ ইউনিয়নে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার (১৫ মার্চ) দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেপ্তার মনজুরুল ইসলাম মঞ্জু মেলান্দহের মাহমুদ ইউনিয়নের বাসিন্দা। তিনি মাহমুদপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতির দায়িত্বে ছিলেন।
ওসি শফিকুল ইসলাম বলেন, অপারেশন ডেভিল হান্টের অংশ হিসেবে বিশেষ অভিযানে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
ওসি শফিকুল ইসলাম আরও বলেন, মনজুরুল ইসলাম মঞ্জু নাশকতার মামলার আসামি। তার বিরুদ্ধে গত বছরের ২৯ অক্টোবর মেলান্দহ থানায় মামলা দায়ের করা হয়।