ডিবি পরিচয়ে ডাকাতি, গ্রেপ্তার ২

সাভারের আশুলিয়ায় গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে ডাকাতির ঘটনায় লুণ্ঠিত ১৪ টন রড ভর্তি ট্রাকসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার (১৬ মার্চ) ভোরে মানিকগঞ্জ ও সাভারের আশুলিয়ায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারেরা হলেন—সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার চয়ড়াবাঘাবাড়ি গ্রামের আনোয়ার হোসেন (৪৫) ও সাভারের হেমায়েতপুর জয়নাবাড়ি এলাকার নূরে আলম (৪৮)।
রোববার দুপুরে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনূর কবির।
পুলিশ সুপার শাহীনূর কবির বলেন, গত ৮ মার্চ আশুলিয়ার কবিরপুর বুড়িরটেক এলাকায় ডাকাতির ঘটনাটি ঘটে। ডিবি পুলিশ পরিচয়ে প্রাইভেটকারযোগে আসা চার ব্যক্তি রাস্তায় দাঁড়িয়ে আরআরএম কোম্পানির বিভিন্ন সাইজের ১৪ টন রডবাহী ট্রাকের চালককে সিগন্যাল দিয়ে থামাতে বলে। চালক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মনে করে গাড়ি থামানো মাত্রই গোয়েন্দা পুলিশ বেসে থাকা ডাকাতরা ট্রাক চালক ও হেলপারের হাত-পা ও চোখ বেঁধে প্রাইভেটকারে তুলে রড ভর্তির ট্রাক নিয়ে পালিয়ে যায়। পরে ট্রাকের চালক ও হেলপারকে মানিকগঞ্জের গোলড়া এলাকায় ফেলে পালিয়ে যায় ডাকাতরা।

পুলিশ সুপার শাহীনূর কবির আরও জানান, এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়ের করা হলে পুলিশ কেরানীগঞ্জ মডেল থানাধীন ভাওয়াল বন্দের ঘাট পাবনা ইঞ্জিনিয়ারিং নামের কাঠের গোডাউনের সামনে থেকে পরিত্যক্ত অবস্থায় ট্রাকটি উদ্ধার করে। পরে এ ঘটনায় তথ্যপ্রযুক্তির সহযোগিতায় দুজনকে গ্রেপ্তার করার পর তাদের হেফাজত থেকে লুণ্ঠিত রড উদ্ধার করা হয়।