সিরাজগঞ্জে চাচা-ভাতিজা হত্যার ঘটনায় তিন যুবক গ্রেপ্তার

সিরাজগঞ্জের রায়গঞ্জে চাচা-ভাতিজা হত্যার ঘটনায় তিন যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১২ এর সদস্যরা। আজ শনিবার (২২ মার্চ) বেলা সাড়ে ১১টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ র্যাব-১২ এর অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ।
গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বৈকুণ্ঠপুর গ্রামে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন—বৈকুণ্ঠপুর গ্রামের সুরুতজামান শেখের ছেলে রবিউল ইসলাম (২৫), একই গ্রামের আব্দুল মালেক সরকারের ছেলে আবু হানিফ (২৪) ও আব্দুর রাজ্জাকের ছেলে ফেরদৌস শেখ (১৮)।
সিরাজগঞ্জ র্যাব-১২ এর অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ জানান, গত ১৬ মার্চ রায়গঞ্জ উপজেলার বৈকুণ্ঠপুর গ্রামের রিয়াজ উদ্দিন সেখ (২১) ও হৃদয় সেখ (১৮) নিখোঁজ হয়। সম্পর্কে তারা চাচা-ভাতিজা। এ ঘটনায় রায়গঞ্জ থানায় সাধারণ ডায়েরি করে তাদের পরিবার। পরে ২০ মার্চ বিকালে রায়গঞ্জ উপজেলার বেড়াদহ বেইলি ব্রিজের দক্ষিণ পাশে কাদাপানিতে চাচা-ভাতিজার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন স্থানীয়রা। এরপর পুলিশ এসে তাদের মরদেহ উদ্ধার করে।