প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে আ.লীগনেতা কারাগারে

কিশোরগঞ্জের ভৈরবে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে করা মামলায় জাকির হোসেন নামে এক আওয়ামী লীগনেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ রোববার (২৩ মার্চ) দুপুরে পুলিশ তাঁকে আদালতে পাঠালে বিচারকের নির্দেশে তাঁকে কারাগারে নিয়ে যাওয়া হয়।
অভিযুক্ত জাকির হোসেন ভৈরব উপজেলার শ্রীনগর ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্বে আছেন। এর আগে গতকাল শনিবার রাতে নিজ গ্রাম থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে ।
পুলিশ ও স্থানীয় বিভিন্ন সূত্রে জানা যায়, ভৈরব উপজেলার এক প্রবাসীর স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন ধরে জাকির হোসেনের পরকীয়া সম্পর্ক চলে আসছিল। বিষয়টি জানাজানি হলে জাকিরকে বিয়ের জন্য চাপ দেন ভুক্তভোগী ওই নারী। কিন্তু অভিযুক্ত জাকির হোসেন বিয়ে করতে অস্বীকৃতি জানালে কয়েকদিন আগে কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা করেন ওই নারী। পরে স্বজনরা তাঁকে প্রথমে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য জেলার বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা করান।
এ পর্যায়ে গতকাল শনিবার ভুক্তভোগী নারী বাদী হয়ে জাকির হোসেনকে আসামি করে ভৈরব থানায় একটি ধর্ষণ মামলা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার ফুয়াদ রুহানী জানান, মামলার পর গতকাল রাতেই জাকির হোসেনকে গ্রেপ্তার করে আজ আদালতে পাঠানো হয়। আদালত তাঁকে কারাগারে পাঠনোর আদেশ দেন।