নেত্রকোনায় সাড়ে তিন মেট্রিক টন সরকারি চাল জব্দ, আটক ২

নেত্রকোনার আটপাড়ায় সেনাবাহিনীর পৃথক অভিযানে তিন হাজার ৬৫৬ কেজি (৩.৬৫৬ মেট্রিক টন) সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) চাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে সেনাবাহিনী।
গতকাল সোমবার (২৪ মার্চ) রাত সাড়ে ১১টায় সেনাবাহিনীর টহল টিম আটপাড়ার ব্রুজের বাজার এলাকায় এ অভিযান চালায়।
অভিযানে মো. এরশাদ মিয়ার ভাঙারির দোকানে অবৈধভাবে মজুত করা ৯৫৬ কেজি সরকারি টিসিবির চাল জব্দ করা হয়। এ সময় তাওহিদুল ইসলাম নামে একজনকে আটক করে সেনাবাহিনী।
অপরদিকে, সোমবার দিনগত রাত ২টার দিকে সেনাবাহিনীর আরেকটি দল আটপাড়ার সেতুর বাজার এলাকায় অভিযান চালায়। অভিযানে মো. জিয়া আহমেদের গোডাউনে ৫৬ বস্তায় রাখা দুই হাজার ৭০০ কেজি সরকারি টিসিবির চাল জব্দ করা হয়। এ সময় গোডাউন মালিক মো. জিয়া আহমেদকে আটক করে সেনাবাহিনী।

আটকরা হওয়া তাওহিদুল ইসলাম উপজেলার স্বরমুশিয়া ইউনিয়নের রূপচন্দ্রপুর এলাকা এবং জিয়া আহমেদ একই উপজেলার শুনই ইউনিয়নের মল্লিকপুর গ্রামের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে আটপাড়া উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুয়েল সাংমা বলেন, অভিযানে জব্দকৃত চাল থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফুজ্জামান বলেন, জব্দকৃত চালসহ আটকরা থানার হেফাজতে রয়েছেন। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ সংক্রান্ত মামলার কার্যক্রম চলমান রয়েছে।