বেনাপোলে ৭ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ, আটক ১

বেনাপোলের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে ৭ লাখ ৬৯ হাজার টাকার বিভিন্ন প্রকার ভারতীয় চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় একটি মোটরসাইকেলসহ লিটন হোসেন নামের এক যুবককে আটক করা হয়েছে।
আটক লিটন হোসেন যশোরের মণিরামপুর উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের বাসিন্দা।
রোববার (৬ এপ্রিল) সকালে যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেফটেনেন্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী বিষয়টি নিশ্চিত করেছেন।
সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, গতকাল শনিবার (৫ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে বেনাপোল, আমড়াখালী চেকপোস্ট, বেনাপোল আইসিপি ও কাশিপুর বিওপি সীমান্ত এলাকা থেকে বিদেশি মদ, ফেনসিডিল, মোটরসাইকেল, হেলমেট, শাড়ি, কম্বল, কিসমিস, চকলেট ও বিভিন্ন প্রকার কসমেটিকস জব্দ করা হয়। জব্দ করা পণ্যের মূল্য সাত লাখ ৬৯ হাজার টাকা। এসব পণ্য বেনাপোল কাস্টমসের গোডাউনে জমা দেওয়া হবে।