প্রয়াত বিএনপিনেতা রফিকুলের পরিবারের পাশে ব্যারিস্টার সায়েম

প্রয়াত বিএনপিনেতা রফিকুলের পরিবারের সদস্যদের খোঁজখবর নেন দলের মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার আবু সায়েম। ছবি : এনটিভি
নোয়াখালীতে প্রয়াত বিএনপিনেতা রফিকুল ইসলামের পরিবারের সঙ্গে দেখা করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানবাধিকারবিষয়ক উপদেষ্টা ও মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার আবু সায়েম। এ সময় তার সঙ্গে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
রফিকুল ইসলাম নোয়াখালী পৌরসভার ১ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ছিলেন। মৃত্যুর সময় তার বয়স ছিল ৬৫ বছর।
আজ রোববার (৬ এপ্রিল) ব্যারিস্টার সায়েম মরহুমের পরিবারের সদস্যদের প্রতি তারেক রহমানের পক্ষ থেকে সমবেদনা জানান। একইসঙ্গে বিএনপি তাদের পাশে থাকবে বলেও প্রতিশ্রুতি দেন।