শাহবাগে মেডিকেল ও নার্সিং কলেজের শিক্ষার্থীদের ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচি

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর চলমান নৃশংস গণহত্যা ও ধ্বংসযজ্ঞের প্রতিবাদ সারা বিশ্বের মতো বাংলাদেশেও আজ পালিত হচ্ছে ‘নো ওয়ার্ক, নো স্কুল’ কর্মসূচি।
আজ সোমবার (৭ এপ্রিল) রাজধানীর শাহবাগে বিভিন্ন সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থী, বিভিন্ন ডেন্টাল কলেজের শিক্ষার্থী ও নার্সিং কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে মিছিল নিয়ে তারা শাহবাগ জাদুঘরের সামনে অবস্থান করছে।
মুগদা মেডিকেল কলেজের শিক্ষার্থী শাহির সাফায়েত বলেন, ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনিদের ওপর যে বর্বর হামলা তার প্রতিবাদে আজ আমরা এখানে অবস্থান নিয়েছি। আমাদের এই বিক্ষোভ মিছিল মুসলিম বিশ্বকে জাগ্রত করার জন্য।

ইব্রাহিম মেডিকেল কলেজের শিক্ষার্থী ফাতিমাতুজ জহুরা বলেন, গত ৮০ বছর ধরে ইসরায়েলি বাহিনী ফিলিস্তিনের ওপর হামলা করছে। আমরা এর সঠিক কোনো প্রতিকার দেখছি না। ফিলিস্তিনের এই হামলা বন্ধ করতে হবে। মানবজাতির ওপর এমন নির্মম অত্যাচার এর আগে পৃথিবী দেখেনি। আমরা চাই আগামীতে এমন হামলা না হোক।

উল্লেখ্য, গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ১৭ মাসের বেশি সময় ধরে চলা ইসরায়েলের হামলায় অন্তত ৫০ হাজার ৭০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ১ লাখ ১৪ হাজার ৬৩৮ জন। আর গাজার জনসংযোগ কার্যালয়ের হিসাবে নিহত ব্যক্তির সংখ্যা ৬১ হাজার ৭০০। তাঁদের মধ্যে নিখোঁজ ফিলিস্তিনিরাও রয়েছেন।