এসএসসি পরীক্ষার্থী ছাইমার স্বপ্ন আগুনে পুড়ে ছাই

কিশোরগঞ্জের হোসেনপুরে শেফালী আক্তার নামের এক কৃষাণীর ঘরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তিনটি গরু, কৃষাণীর মেয়ে এসএসসি পরীক্ষার্থী ছাইমার প্রবেশপত্র এবং রেজিস্ট্রেশন কার্ডসহ ঘরে থাকা অন্যান্য সকল সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে।
গতকাল বৃহস্পতিবার (১০ এপ্রিল) দিনগত রাত দেড়টার দিকে উপজেলার ৪নং আড়াইবাড়ীয়া ইউনিয়নের নিরাহারগাতী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
কৃষাণী শেফালী বেগম বলেন, একটি বড় আকারের ঘরে একরুমে গরু রাখতাম, আর অন্যদিকে আমরা থাকতাম। রাত দেড়টার দিকে সবাই যখন গভীর ঘুমে মগ্ন তখন হঠাৎ গোয়ালঘরে আগুন লাগে। পরে তা আমাদের থাকার রুমে ছড়িয়ে পরে। এতে গোয়ালঘরে থাকা তিনটি গরু, ১৫ মণ চাল, আমার মেয়ে এসএসসি পরীক্ষার্থী ছাইমার প্রবেশপত্র এবং রেজিস্ট্রেশন কার্ডসহ ঘরের সকল সামগ্রী পুড়ে ছাই হয়ে গেছে।
কৃষাণী শেফালী বেগম আরও বলেন, ‘নিজের ও স্বামীর সঞ্চয় করা টাকাগুলো দিয়ে গরু লালন পালন করতাম। এগুলোই আমাদের শেষ সম্বল ছিল। সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এখন আমরা পথে বসে গেছি।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে হোসেনপুর ফায়ার সার্ভিসের সাবস্টেশন অফিসার শামসুল হক জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিস গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।