রাজপথেই জোহরের নামাজ আদায়

ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে রাজধানীতে আজ শনিবার (১২ এপ্রিল) ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি পালিত হচ্ছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে এ কর্মসূচিতে অংশ নিয়েছে লাখো মানুষ। বিকেল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে গণজমায়েত অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সকাল থেকেই জনস্রোত শুরু হয়।
রাজপথেই অনেকে জোহরের নামাজ আদায় করেন। মানবঢাল তৈরি করে সামনে প্রাচীর হয়ে দাঁড়ান আরেক দল। রাজধানীর বাংলামোটরের রূপায়ন টাওয়ার সামনে এমন দৃশ্য দেখা গেছে।
প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট, বাংলাদেশ নামের একটি প্ল্যাটফর্ম ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি ঘোষণার পর দলমত নির্বিশেষে এ কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করে।
মার্চ ফর গাজা’ কর্মসূচিকে ঘিরে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে এরই মধ্যে জমায়েত হয়েছেন কয়েক লাখ মানুষ। তাদের সকলের ‘ফিলিস্তিন ফিলিস্তিন’, ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবার’ স্লোগানে মুখরিত হয়ে উঠেছে পুরো উদ্যান।
রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকেও মিছিল এসে জমায়েত হচ্ছে সোহরাওয়ার্দী উদ্যানে। এরপর কর্মসূচির সভাপতি ও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুহাম্মাদ আবদুল মালেক ঘোষণা পাঠ করবেন।
ফিলিস্তিনে চলমান ইসরায়েলি বর্বরতা ও গণহত্যার প্রতিবাদে আয়োজিত এ গণজমায়েতে সকল দলমত নির্বিশেষে মানুষ অংশ নিচ্ছে।
কর্মসূচিতে অংশ নেওয়াদের কণ্ঠে ধ্বনিত হচ্ছে মুসলমানদের ঐক্য ও ফিলিস্তিনের মুক্তির নানা স্লোগান।