সাবেক ছাত্রলীগনেতা সিয়ামের সম্পদ জব্দের আদেশ

দুর্নীতির মামলায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তর শাখার ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদকের পদ থেকে অব্যাহতিপ্রাপ্ত সৈয়দ সোহানুর রহমান সিয়ামের স্থাবর সম্পদ জব্দ ও অস্থাবর সম্পদ অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত।
আজ রোববার (১৩ এপ্রিল) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন গালিব এই আদেশ দেন। সিয়াম বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) অবসরপ্রাপ্ত গাড়িচালক ও পিএসসির প্রশ্নফাঁস কেলেঙ্কারির মামলার আসামি আবেদ আলী জীবনের ছেলে।
দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, দুদকের পক্ষে কমিশনের উপসহকারী পরিচালক জাকির হোসেন সম্পদ জব্দ ও অস্থাবর সম্পদ অবরুদ্ধের আবেদন করেন। স্থাবর সম্পদের মধ্যে, মাদারীপুরের কালকিনি উপজেলার ১৮ শতাংশ জমি রয়েছে। অস্থাবর সম্পদের মধ্যে সোহানের নামে থাকা ২৩ লাখ টাকা দামের একটি গাড়ি ও দুটি ব্যাংক হিসাব। সেখানে এক হিসাবে রয়েছে ১৩৮ টাকা, আরেকটিতে এক হাজার ৪৫৮ টাকা।
অবরুদ্ধের আবেদনে বলা হয়েছে, সৈয়দ সোহানুর রহমান সিয়ামের স্থাবর সম্পদ এবং অস্থাবর সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। তার নামে অর্জিত স্থাবর বা অস্থাবর সম্পদ হস্তান্তর বা স্থানান্তর বা দলিল সম্পাদন বা অন্য কোনো পন্থায় মালিকানা পরিবর্তন বা হস্তান্তর হওয়ার সম্ভবনা রয়েছে। তাই তাঁর নামে অর্জিত স্থাবর সম্পদ ক্রোক এবং অস্থাবর সম্পদ অবরুদ্ধ করা আবশ্যক।