নামাজ শেষে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় প্রাণ গেল মুয়াজ্জিনের

কুষ্টিয়া সদর উপজেলায় মসজিদে ফজর নামাজ শেষে বাড়ি ফেরার পথে ড্রাম ট্রাকের চাপায় নিহত হয়েছেন মোহাম্মদ আলি (৭৩) নামে এক মুয়াজ্জিন। আজ মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোর ৬টার দিকে পাটিকাবাড়ী ইউনিয়নের নওদাপাড়া মোড়ের কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সড়কে এ ঘটনা ঘটে।
নিহত মোহাম্মদ আলি ফকিরাবাদ নওদাপাড়া গ্রামের মৃত ময়েজ উদ্দিনের ছেলে। তিনি খেজুরতলা খাঁ পাড়া জামে মসজিদের মুয়াজ্জিন ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোহাম্মদ আলি ফজরের নামাজ শেষে নওদাপাড়া মোড়ে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা সড়ক পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগামী একটি ড্রাম ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পাটিকাবাড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদপর্শক (এসআই) নুরুন্নবী ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ড্রাম ট্রাকের চাপায় মোহাম্মদ আলি নামের একজন নিহত হয়েছেন। বিক্ষুব্ধ জনতা ট্রাকসহ এর চালক ও হেলপারকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। নিহতের পরিবার ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।