রানা প্লাজা ট্র্যাজেডির এক যুগ আজ
রানা প্লাজা ট্র্যাজেডির এক যুগ আজ। দেশের পোশাক শিল্পের ইতিহাসে শোকাবহ দিন।
২০১৩ সালের ২৪ এপ্রিল ধসে পড়েছিল সাভার বাজার বাসস্ট্যান্ড এলাকার রানা প্লাজা। ভয়াবহ সেই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন ১ হাজার ১৩৫ জন মানুষ। এতে আহত হন প্রায় দুই হাজার জন।
দেশের গণ্ডি পেরিয়ে গোটা বিশ্বকে নাড়া দিয়েছিল সেদিনের রানা প্লাজা ধসের ঘটনাটি। তবে এখনো এ ঘটনার বিচার হয়নি। রানা প্লাজা ধসের ঘটনায় মোট চারটি মামলা হয়। এর মধ্যে অবহেলার কারণে মৃত্যু উল্লেখ করে হত্যা মামলা দায়ের করে পুলিশ, ইমারত নির্মাণ আইন না মেনে ভবন নির্মাণ করায় একটি মামলা করে রাজউক এবং ভবন নির্মাণে দুর্নীতি ও সম্পদের তথ্য গোপন সংক্রান্ত দুটি মামলা করে দুদক। দীর্ঘ ১২ বছরে চারটি মামলার মধ্যে সম্পদের তথ্য গোপনের মামলা নিষ্পত্তি হলেও বাকি তিনটি মামলা নিষ্পত্তির মুখ দেখছে না।
যেদিন রানা প্লাজা ধসে পড়ে তার আগের দিনই ভবনটিতে ফাটল দেখা দিয়েছিল। আর সেই ফাটল অগ্রাহ্য করেই পরের দিন ভবনটির পাঁচটি পোশাক কারখানায় শ্রমিকদের কাজে ফিরতে বাধ্য করা হয়।
আহতদের ক্ষতিপূরণ ও পুনর্বাসন, জড়িতদের সর্বোচ্চ শাস্তি এবং নিহতদের স্মরণে আজ নানা কর্মসূচি পালন করা হচ্ছে। বিভিন্ন শ্রমিক সংগঠন নানা কর্মসূচি পালন করছে। অস্থায়ী বেদিতে শ্রদ্ধা জানাবে নানা শ্রেণি-পেশার মানুষ।