পুলিশের লাঠিপেটায় টাঙ্গাইল বিএনপির মিছিল ছত্রভঙ্গ
অবরোধ ও হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় টাঙ্গাইলে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ওপর পুলিশের লাঠিপেটার অভিযোগ উঠেছে। আজ রোববার সকালে টাঙ্গাইলের শহীদ স্মৃতি পৌর উদ্যানে এ ঘটনা ঘটে।
পুলিশের লাঠিপেটায় ২০ নেতাকর্মী আহত হয়েছে বলে বিএনপির পক্ষ থেকে দাবি করা হয়েছে। তবে পুলিশের দাবি মিছিলের অনুমতি না থাকায় নেতাকর্মীদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক শামছুল আলম তোফা জানান, শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করতে আজ বেলা ১১টার দিকে শহীদ স্মৃতি পৌর উদ্যানে জড়ো হন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ সময় বিপুলসংখ্যক পুলিশ উদ্যানে প্রবেশ করে লাঠিপেটা করে নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করে দেয়।
এতে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন দাবি করে তোফা জানান, আহতদের মধ্যে শহর বিএনপির সদস্য মোসলেম উদ্দিন, জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান ও জেলা ছাত্রদলের সদস্য রাসেলকে আশঙ্কাজনক অবস্থায় টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে এ ঘটনায় আহতদের ব্যাপারে কিছু জানেন না বলে এনটিভি অনলাইনকে জানিয়েছেন টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, বিএনপির নেতাকর্মীদের মিছিল করার অনুমতি ছিল না, তাই তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে। তবে কেউ আহত হয়েছে কি না এ ব্যাপারে তিনি কিছুই জানেন না।