এনসিসি ব্যাংকের মুনাফা বেড়েছে ৮৪%
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/06/07/photo-1433656916.jpg)
শেয়ারবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স (এনসিসি) ব্যাংকের চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে (জানুয়ারি-মার্চ) মুনাফা বেড়েছে ৮৪ শতাংশ। আজ রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ২৫ কোটি ৭৬ লাখ ১০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৩২ পয়সা। তবে আগের হিসাব বছরের একই সময়ে এর মুনাফা হয়েছে ১৩ কোটি ৯৭ লাখ ৪০ হাজার টাকা ও ইপিএস ১৭ পয়সা।
২০১৪ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ ১০ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ হিসেবে দিয়েছে। এ হিসাব বছরে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে এক টাকা ৮৬ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ১৭ টাকা ৮৮ পয়সা।
২৪ জুন বেলা সাড়ে ১১টায় রাজধানীর বেইলি রোডে অফিসার্স ক্লাবে এর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, গত এক মাসের মধ্যে এ শেয়ারের সর্বনিম্ন দাম ছিল ৯ টাকা ৪০ পয়সা ও সর্বোচ্চ ১১ টাকা ১০ পয়সা। সর্বশেষ আর্থিক প্রতিবেদন ও বাজার দামের ভিত্তিতে এর দাম-আয় অনুপাত (পিই রেশিও) ৫ দশমিক ৫৪।
কোম্পানিটির অনুমোদিত মূলধনের পরিমাণ এক হাজার কোটি টাকা এবং পরিশোধিত মূলধন ৮০২ কোটি ৯০ লাখ টাকা। রিজার্ভের পরিমাণ ৫২৪ কোটি ৪২ লাখ টাকা। মোট শেয়ার ৮০ কোটি ২৯ লাখ ২৫ হাজার ৪৫৯টি। এর মধ্যে উদ্যোক্তা-পরিচালক ২৯ দশমিক ৬৪ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ১০ দশমিক ৫৯ শতাংশ, বিদেশি বিনিয়োগকারী দশমিক ২২ শতাংশ ও সাধারণ বিনিয়োগকারীর কাছে রয়েছে ৫৯ দশমিক ৫৫ শতাংশ শেয়ার।