রমজানে ডিএসইতে লেনদেন ৩ ঘণ্টা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/06/11/photo-1434015294.jpg)
রমজান মাস উপলক্ষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) তিন ঘণ্টা লেনদেন হবে। আজ বৃহস্পতিবার ডিএসইর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
অফিস সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত খোলা থাকবে। এর মধ্যে জোহরের নামাজের জন্য দুপুর ১টা ৪৫ থেকে ২টা পর্যন্ত ১৫ মিনিটের বিরতি থাকবে।
লেনদেন সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত তিন ঘণ্টা বিরতিহীনভাবে চলবে।
রমজান মাস ও ঈদুল ফিতরের ছুটির পর ডিএসইর অফিস ও লেনদেন আগের সময়সূচিতে প্রত্যাবর্তন করবে। অর্থাৎ ডিএসই অফিস সকাল সাড়ে ৯টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত খোলা থাকবে। আর লেনদেন সকাল সাড়ে ১০টায় শুরু হয়ে দুপুর আড়াইটা পর্যন্ত চলবে।