নতুন ভ্যাট আইন কার্যকর হচ্ছে : অর্থমন্ত্রী
আগামী জুলাইয়ের প্রথম দিন থেকে নতুন ভ্যাট ও সম্পূরক শুল্ক আইন-২০১২ বাস্তবায়ন হবে বলে
জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানান মন্ত্রী।
আজ সোমবার সচিবালয়ে তাঁর দপ্তরে আইএমএফের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মিথসুহিরো ফুরুসাওয়ার নেতৃত্বে একটি প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক শেষে অর্থমন্ত্রী গণমাধ্যমকর্মীদের এ কথা বলেন।
এ সময় আবদুল মুহিত বলেন, ‘আইএমএফ বলেছে বাংলাদেশ উন্নত দেশ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে কাজ করে যাচ্ছে। বৈঠকে ভ্যাট আইন বাস্তবায়নের জন্য পরামর্শ দিয়েছে আইএমএফ।’
অর্থমন্ত্রী বলেন, ‘আগামী ১ জুলাই থেকে এ আইন কার্যকর হবে। এনবিআর ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করে যে সারসংক্ষেপ প্রস্তুত করেছে, তা আগামী সপ্তাহেই হাতে পাব। সেটা দেখে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’
ব্যবসায়ীদের দাবি প্রসঙ্গে মন্ত্রী বলেন, সরকার কিছু পদক্ষেপ গ্রহণ করেছে। করমুক্ত সীমা বাড়ানো হয়েছে। ব্যবসাবান্ধব কর আইন করা হয়েছে।
সভায় আইএমএফ নির্বাহী পরিচালক সুবীর বি গোকরান উপস্থিত ছিলেন।