২০১৮ সালের পর গ্যাস কোনো সমস্যা হবে না : অর্থমন্ত্রী
২০১৮ সালের পর গ্যাস কোনো সমস্যা হবে না এবং তখন গ্যাসভিত্তিক শিল্প বিকশিত হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
আজ বুধবার বিকেলে সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ৫০ বছর পূর্তি উৎসবে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন অর্থমন্ত্রী।
আবুল মাল আবদুল মুহিত বলেন, ‘আগামী বছরের পরে মানে ২০১৮ সালের পরে বাংলাদেশে গ্যাস কোনো সমস্যা হবে না। তখন আমরা অন্যান্য গ্যাস বেজড যেসব ইন্ডাস্ট্রি আছে সেগুলোর কথা চিন্তা করতে পারব।’
এ ব্যাপারে পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, সংকট সমাধানে গ্যাস আমদানি করা হবে। তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল নির্মাণ করা হচ্ছে।
সিলেট চেম্বারের সভাপতি সালাহ উদ্দিন আলী আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন সংসদ সদস্য মাহমুদুস সামাদ চৌধুরী, জাতিসংঘের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে আবদুল মোমেনসহ ব্যবসায়ী ও রাজনৈতিক নেতারা।