মোবাইল ফোনের কর কমানোর আহ্বান
মোবাইল ফোনের সিমট্যাক্সসহ সব ধরনের কর কমানোর আহ্বান করেছে মোবাইল ফোন অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ (অ্যামটব)।
আজ মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষে ২০১৭-১৮ অর্থবছরের প্রাক-বাজেট আলোচনায় অ্যামটবের পক্ষ থেকে ওই আহ্বান করা হয়।
রাজস্ব বোর্ড চেয়ারম্যান নজিবুর রহমানের সঙ্গে বাজেট আলোচনায় এই আহ্বান জানান অ্যামটবের মহাসচিব নুরুল কবির।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, গত কয়েক বছরে উচ্চ মাত্রার ট্যাক্সের কারণে এই শিল্পে বিনিয়োগ তেমন বাড়ছে না। বিনিয়োগ বাড়াতে ট্যাক্সের প্রয়োজনীয়তা তুলে ধরেন।
রাজস্ব বোর্ড চেয়ারম্যান নজিবুর রহমান বলেছেন, ‘রাজস্ব বৃদ্ধি ও জনগণের কথা মাথায় রেখে ট্যাক্স প্রণয়ন করা হবে।’ এর আগে, কৃষি, জুয়েলারি, পোলট্রিসহ বিভিন্ন খাতের সমস্যা তুলে ধরে ট্যাক্স সহনীয় করার প্রস্তাব করেন সংশ্লিষ্ট সংগঠনগুলো।