ডিএসইতে দুই ঘণ্টায় লেনদেন ২৩৭ কোটি টাকা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/06/24/photo-1435128714.jpg)
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজও মূল্যসূচকের নিম্নগামী প্রবণতা দেখা যাচ্ছে। দুই ঘণ্টায় লেনদেন হয়েছে ২৩৬ কোটি ৮২ লাখ টাকা শেয়ার ও মিউচুয়াল ফান্ড। এ সময় পর্যন্ত ডিএসইর প্রধান সূচক কমেছে ১৯ পয়েন্ট।
এ সময়ে লেনদেন হওয়া কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০১টির, কমেছে ১৬৮টির ও অপরিবর্তিত ছিল ৪০টির দাম।
ডিএসইতে গতকাল মঙ্গলবার ১৪ শতাংশ লেনদেন বাড়ে। মোট ৩১৮টি কোম্পানির ১১ কোটি ৩০ লাখ ৭০ হাজার ৬৮৪টি শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়।
গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৪.৫৩ পয়েন্ট কমে ৪৪৮৯.৪৬ পয়েন্টে দাঁড়ায়।
গতকাল সিএসইতে লেনদেন হয় ৩৫ কোটি ৮০ লাখ ৩৭ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড।
আজ এখন পর্যন্ত লেনদেনে এগিয়ে রয়েছে বেক্সিমকো ফার্মা, ইফাদ অটোস, স্কয়ার ফার্মা, লাফার্জ সুরমা সিমেন্ট ও ইউনাইটেড পাওয়ার জেনারেশন।