অলিম্পিক অ্যাকসেসরিজের ইপিএস ৩৬ পয়সা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/06/24/photo-1435129935.jpg)
তালিকাভুক্তির পর আগামীকাল বৃহস্পতিবার শেয়ারবাজারে অলিম্পিক অ্যাকসেসরিজ লিমিটেডের শেয়ার লেনদেন শুরু হবে। চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৩৬ পয়সা। আজ বুধবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, চলতি হিসাব বছরের প্রথম প্রান্তিকে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে চার কোটি ২৪ লাখ ৩০ হাজার টাকা, আইপিও-পূর্ববর্তী শেয়ারপ্রতি আয় (ইপিএস) ৪৪ পয়সা ও আইপিও-পরবর্তী ইপিএস ৩৬ পয়সা। গত বছরের জুলাই থেকে চলতি হিসাব বছরের মার্চ পর্যন্ত নয় মাসে কোম্পানিটির মুনাফা দাঁড়িয়েছে ১২ কোটি ৩৪ লাখ টাকা, আইপিও-পূর্ববর্তী শেয়ারপ্রতি আয় এক টাকা ২৭ পয়সা ও আইপিও-পরবর্তী শেয়ারপ্রতি আয় এক টাকা ছয় পয়সা।
শেয়ারবাজার নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫৩৯তম সভায় এ কোম্পানির প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন দেওয়া হয়।
আইপিওর মাধ্যমে কোম্পানিটি প্রতিটি ১০ টাকা দামের দুই কোটি সাধারণ শেয়ার ছেড়ে ২০ কোটি টাকা উত্তোলন করে।
সংগৃহীত অর্থ দিয়ে নতুন কারখানা নির্মাণ, যন্ত্রপাতি ক্রয় ও আইপিওর খরচ খাতে ব্যয় করা হবে বলে কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে।
নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, ২০১৪ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরে এ কোম্পানির শেয়ারপ্রতি আয় হয়েছে এক টাকা ৪৩ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ১৬ টাকা ৩৪ পয়সা।
অলিম্পিক অ্যাকসেসরিজ লিমিটেড হ্যাঙ্গার, কার্টন, ইলাস্টিক, টুইল টেপ, ব্যাক বোর্ড, টিস্যু পেপার, পলিব্যাগ প্রভৃতি প্রক্রিয়াকরণ, উৎপাদনের কাজ করে থাকে। ২০০৩ সালে এটি প্রাইভেট লিমিটেড কোম্পানি হিসেবে জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মসে নিবন্ধিত হয়। এটি ২০১৪ সালে পাবলিক লিমিটেড কোম্পানিতে রূপান্তরিত হয়।