শাশা ডেনিম ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/06/25/photo-1435232300.jpg)
শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি শাশা ডেনিমস লিমিটেড ‘এন’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। ২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরের জন্য ২০ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ হিসেবে দেওয়া কোম্পানিটির ক্যাটাগরি স্থানান্তর করা হয়েছে। আগামী রোববার থেকে বিষয়টি কার্যকর হবে। আজ বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।
বাজার পর্যবেক্ষণে দেখা গেছে, গত মার্চে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয় কোম্পানিটি। এ সময়ে এর সর্বনিম্ন দাম ছিল ৩৬ টাকা ৭০ পয়সা ও সর্বোচ্চ ৪৬ টাকা ১০ পয়সা।
আজ এর দাম কমেছে দশমিক ৫৪ শতাংশ বা ২০ পয়সা। সর্বশেষ লেনদেন হয় ৩৬ টাকা ৯০ পয়সায়, যা সমন্বয় শেষে দাঁড়িয়েছে ৩৬ টাকা ৭০ পয়সায়।
গত হিসাব বছরে কোম্পানিটির কর-পরবর্তী নিট মুনাফা হয়েছে ১৭ কোটি ৫১ লাখ ৭০ হাজার টাকা, শেয়ারপ্রতি আয় তিন টাকা ৬৪ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য ৫৯ টাকা ৩২ পয়সা।
সর্বশেষ আর্থিক প্রতিবেদন ও বাজার দামের ভিত্তিতে এ শেয়ারের দাম-আয় অনুপাত (পিউ রেশিও) ৬ দশমিক ৯৫।