চার কোম্পানির এজিএম কাল
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/06/27/photo-1435401347.jpg)
শেয়ারবাজারে তালিকাভুক্ত চার কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামীকাল রোববার অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলো হচ্ছে- গোল্ডেন সন, সামিট পূর্বাঞ্চল পাওয়ার, সামিট পাওয়ার ও সিটি ব্যাংক। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
গোল্ডেন সন : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে অরিয়ন ফার্মা প্লান্টে এর এজিএম অনুষ্ঠিত হবে।
২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ সাড়ে ১২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা দিয়েছে।
এ হিসাব বছরের জন্য কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ২ টাকা ১ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ২৭ টাকা ৯ পয়সা।
সামিট পূর্বাঞ্চল : রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটে এর এজিএম অুনষ্ঠিত হবে।
২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা দিয়েছে।
এ হিসোব বছরের জন্য কোমম্পানিটির ইপিএস হয়েছে ৪ টাকা ৭৮ পয়সা ও শেয়ারপ্রতি এনএভি ২৯ টাকা ৪৮ পয়সা।
সামিট পাওয়ার : রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউটে এর এজিএম অুনষ্ঠিত হবে।
২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা দিয়েছে।
এ হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৩ টাকা ২৬ পয়সা ও শেয়ারপ্রতি এনএভি ২৬ টাকা ৪৩ পয়সা।
সিটি ব্যাংক : ঢাকা ক্যান্টনমেন্ট এলাকায় আর্মি গল্প ক্লাবে এর এজিএম অনুষ্ঠিত হবে।
২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরের জন্য কোম্পানিটির পরিচালনা পর্ষদ ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা দিয়েছে।
এ হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২ টাকা ৬৬ পয়সা ও শেয়ারপ্রতি এনএভি ২৭ টাকা ৭২ পয়সা।