সন্ধানী লাইফ দেবে ২২% লভ্যাংশ
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/06/29/photo-1435566578.jpg)
সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদ ২০১৪ সালের ৩১ ডিসেম্বর শেষ হওয়া হিসাব বছরের জন্য ২২ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ হিসেবে ঘোষণা দিয়েছে। আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুসারে, এই হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে দুই টাকা ১৬ পয়সা ও শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ২৭ টাকা ৬১ পয়সা।
কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ১ সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টায় রাজধানীর শমরিতা হাসপাতালের অডিটরিয়ামে অনুষ্ঠিত হবে। এ সংশ্লিষ্ট রেকর্ড ডেট ১২ আগস্ট।
বিমা খাতের এ কোম্পানি ২০১৩ সালের জন্য সাড়ে ২৫ শতাংশ বোনাস লভ্যাংশ দিয়েছে। তার আগের বার দিয়েছিল ৩০ শতাংশ বোনাস।
গত এক মাসের মধ্যে এ শেয়ারের সর্বনিম্ন দাম ৫১ টাকা ২০ পয়সা ও সর্বোচ্চ ৫৪ টাকা ৯০ পয়সা।