চাপ সৃষ্টি করে ভ্যাট আদায় করা হবে না : আবদুর রাজ্জাক
জনগণের ক্ষতি ও চাপ সৃষ্টি করে সরকার ভ্যাট (মূল্য সংযোজন কর) আদায় করার চেষ্টা করবে না বলে জানিয়েছেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি ড. আবদুর রাজ্জাক।
আজ বুধবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স (আইডিইবি) ভবনে ভ্যাট অনলাইন প্রকল্প আয়োজিত একটি প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে আবদুর রাজ্জাক এ কথা বলেন।
আবদুর রাজ্জাক জানান, দেশের সবাইকে ভ্যাটের সঙ্গে সম্পৃক্ত করতে এ আইন বাস্তবায়ন করা হচ্ছে। সাময়িক কিছু সমস্যা হলেও জনগণের কল্যাণে এ আইন অবশ্যই বাস্তবায়ন করা হবে। তবে ব্যবসায়ীদের বিপাকে পেলে বা চাপ সৃষ্টি করে এ আইন বাস্তবায়ন করা হবে না।
আবদুর রাজ্জাক অভিযোগ করে বলেন, ‘নতুন ভ্যাট আইন নিয়ে একটি সুবিধাবাদী মহল নানা অপপ্রচার চালাচ্ছে। এ অপপ্রচারের বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মীদের আরো সতর্ক থাকার দরকার।’
আবদুর রাজ্জাক বলেন, ‘সরকার রাজস্ব দিয়ে দেশের উন্নয়ন করে। দুঃখজনকভাবে বলতে হয়, বাংলাদেশে রাজস্ব আয়ের পরিমাণ খুবই কম। বাংলাদেশের রাজস্ব ও জিডিপির অনুপাত খুবই কম। এ হার ৭ থেকে ৮ ভাগ ছিল, এখন বেড়ে তা ১১ থেকে ১২ ভাগ হয়েছে। এরপরও বলা হয়, এ হার শুধু দক্ষিণ এশিয়া নয় সারা বিশ্বের মধ্যে সর্বনিম্ন।’ তিনি আরো বলেন, ‘আশার কথা হলো আগে উন্নয়নের জন্য বিদেশি সাহায্যের ওপর নির্ভর ছিল। বিদেশি সহায়তা ও ঋণ যেখানে ৮ থেতে ১০ ভাগ আসত সেটা কমে ২ ভাগে নেমে এসেছে।’
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে এনবিআরের চেয়ারম্যান মো. নজিবুর রহমান বলেন, ‘নতুন ভ্যাট আইন নিয়ে আমরা বেশি চ্যালেঞ্জ দেখার পাশাপাশি অনেক সম্ভাবনাও দেখতে পাচ্ছি।’
নজিবুর রহমান বলেন, ‘সাধারণ মানুষকে স্পর্শ করে এমন অনেক পণ্যে অব্যাহতি থাকবে। এ আইনে ব্যবসায়ীদের পরিপূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। ব্যবসায়ীদের কাজ ভ্যাট কর্মকর্তাদের নিয়ন্ত্রণে থাকবে না। ভ্যাটের কর্মকর্তাদের জবাবদিহিতার মধ্যে আনা হয়েছে।’
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন এনবিআরের সদস্য ও ভ্যাট অনলাইন প্রকল্প পরিচালক মো. রেজাউল হাসান, এনবিআরের সদস্য (মূসকনীতি) ব্যারিস্টার জাহাঙ্গীর হোসেন প্রমুখ।