মোদি-কুর্তার তুমুল নিন্দা

ওবামা বলেছিলেন, ‘ভেবেছিলাম মোদি-কুর্তা পরব।’ লজ্জায় লাল হয়েছিলেন মোদি। মুচকি হেসেছিলেন সোনিয়া গান্ধী। ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির বাসভবনে গত সোমবার নৈশভোজের অতিথিদের কৌতূহল ছিল, মোদি-কুর্তায় কেমন লাগত মার্কিন প্রেসিডেন্টকে! ‘নরেদ্র মোদি’ নামাঙ্কিত সেই কুর্তার দাম সাড়ে ১২ লাখ টাকা। দাম শুনে সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে মোদির তুমুল নিন্দা।
সোনালি রঙের সুতায় নিজের নামাঙ্কিত কুর্তা পরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেদিন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার তারিফে ডুবেছিলেন। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে চলেছে তার উল্টোটা।
টাইমস অব ইন্ডিয়ার ব্লগে মোদি-কুর্তা নিয়ে কেউ লিখেছেন, ‘এটা আত্মরতিমূলক।’ কেউ লিখেছেন, ‘এটা আত্মপ্রচারণা।’ আবার কেউ ‘আত্মপ্রেম প্রদর্শন’ বলেও মন্তব্য করেছেন।
ভারতের লেখক ব্রহ্মা চেলানি ফেসবুকে লিখেছেন, ‘এটা আত্মরতির কুর্তা!’
মোদিকে ‘বাতিকগ্রস্ত’ বলে মন্তব্য করেছেন কংগ্রেসের জ্যেষ্ঠ রাজনীতিক জয়রাম রমেশ।
মোদি ওই কুর্তা পরে অভিজাতদের রং ধারণ করতে চেয়েছেন বলে বাউন সাহিবা নামের একজন টুইটার ব্যবহারকারী মন্তব্য করেছেন। আর দেশটির শিল্পীরাও বাদ যাননি মোদির সমালোচনা করা থেকে। তাঁরাও এঁকেছেন ব্যঙ্গচিত্র।