বাণিজ্যমেলায় ২৩৫ কোটি টাকার রপ্তানি আদেশ
এবারের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় ৩০ দশমিক ১৫ মিলিয়ন মার্কিন ডলার বা ২৩৫ কোটি ১৭ লাখ টাকার রপ্তানির আদেশ এসেছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
আজ রোববার বিকেলে রাজধানীর শেরে বাংলানগরে বাণিজ্যমেলার সমাপনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী এ কথা জানান।
প্রতি বছর ১ জানুয়ারি শেরে বাংলানগরে মাসব্যাপী এ মেলা যৌথভাবে আয়োজন করে বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।
সমাপনী অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী বলেন, মেলায় এবার ক্রেতা-দর্শনার্থীদের উপস্থিতি ভালো ছিল। মেলার ব্যবসায়ীরা এবার ভালো লাভবান হয়েছেন। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা এখন জাতীয় ব্যবসা-বাণিজ্যের চালিকা শক্তিতে পরিণত হয়েছে।
তোফায়েল আহমেদ বলেন, গত বছরের চেয়ে এবার মেলায় রপ্তানি আদেশ বেড়েছে। এবার বাণিজ্যমেলায় ৩০ দশমিক ১৫ মিলিয়ন মার্কিন ডলার বা প্রায় ২৩৫ কোটি ১৭ লাখ টাকা রপ্তানি আদেশ এসেছে। এ বছর রপ্তানি আদেশ বেড়েছে ১৮ দশমিক ৪ মিলিয়ন মার্কিন ডলার। গত বছর ছিল ১২ দশমিক ১১ মিলিয়ন মার্কিন ডলার।
রপ্তানি আদেশের মধ্যে ইলেকট্রনিক অ্যান্ড হোম অ্যাপ্লায়েন্স, পাটপণ্য, প্রক্রিয়াজাত খাদ্য, সিরামিক পণ্য, হ্যান্ডলুম ও হস্তশিল্পজাত পণ্য, হোম টেক্সটাইলসহ বিভিন্ন ধরনের পণ্য রয়েছে বলে জানান বাণিজ্যমন্ত্রী। তিনি আরো বলেন, মেলায় এবার ১২৯ কোটি ৪৭ লাখ টাকার পণ্য বিক্রি হয়েছে। যা গত বছরের তুলনায় ৭১ কোটি টাকা বেশি। গত বছর মেলায় ৫০ কোটি ৪৫ লাখ টাকার পণ্য বিক্রি হয়েছিল।
মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে নান্দনিক ও স্থাপত্য দিক বিবেচনায় শ্রেষ্ঠ-প্যাভিলিয়ন, মিনি প্যাভিলিয়ন, স্টল ব্যবস্থাপক বা প্রতিনিধিদের হাতে ট্রফি তুলে দেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
এ বছর ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় ১৩টি ক্যাটাগরিতে মোট ৫৫৩টি স্টল ও প্যাভিলিয়ন অংশ নেয়। এর মধ্যে প্রিমিয়ার প্যাভিলিয়ন ৬০টি, জেনারেল প্যাভিলিয়ন ১০টি, রিজার্ভ প্যাভিলিয়ন তিনটি, ফরেন প্যাভিলিয়ন ৩৮টি।
সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মাফরুহা সুলতানা।
এ সময় উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো.তাজুল ইসলাম, এফবিসিসিআইয়ের সভাপতি আব্দুল মাতলুব আহমাদ, বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লাহ আল মামুন প্রমুখ।