সার্বিক মূল্যস্ফীতি কমেছে

দেশে সার্বিক মূল্যস্ফীতি কমেছে। জানুয়ারিতে এ হার দাঁড়িয়েছে ৬ দশমিক শূন্য ৪ শতাংশ, যা গত ডিসেম্বরে ছিল ৬ দশমিক ১১ শতাংশ। তবে রাজনৈতিক অস্থিরতায় পণ্য সরবরাহ ব্যাঘাত ঘটায় খাদ্যে মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে।
আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনের এনইসি-২ সম্মেলন কেন্দ্রে এক সংবাদ সম্মেলনে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য জানান।
বার্তা সংস্থা ইউএনবি জানায়, ভোক্তা মূল্যসূচকে (সিপিআই) মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে জানুয়ারি মাসে সার্বিকভাবে মূল্যস্ফীতি নেমে এসেছে ৬ দশমিক শূন্য ৪ শতাংশে।
পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুয়ায়ী, জানুয়ারিতে খাদ্যে মূল্যস্ফীতি হয়েছে ৬ দশমিক শূন্য ৭ শতাংশ, যা গত ডিসেম্বরে ছিল ৫ দশমিক ৮৬ শতাংশ। তবে খাদ্য ছাড়া অন্যান্য ক্ষেত্রে মূল্যস্ফীতি নেমেছে ৬ দশমিক শূন্য ১ শতাংশে, যা আগের মাসে ছিল ৬ দশমিক ৪৮ শতাংশ।
চলমান রাজনৈতিক অস্থিরতায় সরবরাহ ব্যাঘাত ঘটায় খাদ্যে মূল্যস্ফীতি বেড়েছে বলে মন্তব্য করেন পরিকল্পনামন্ত্রী। আর খাদ্য ছাড়া অন্য ক্ষেত্রে মূল্যস্ফীতি কমার কারণ ব্যাখ্যায় তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দরপতন হওয়ায় এটি হয়েছে।
দেশে গড় মূল্যস্ফীতিও বেশ কমেছে বলে বিবিএসের তথ্য তুলে ধরে পরিকল্পনামন্ত্রী বলেন, ২০১৪ সালের ফেব্রুয়ারি থেকে গত জানুয়ারি পর্যন্ত গড় মূল্যস্ফীতি দাঁড়িয়েছে ৬ দশমিক ৮৬ শতাংশ। ২০১৩ সালের ফেব্রুয়ারি থেকে ২০১৪ সালের একই মাস পর্যন্ত এর হার ছিল ৭ দশমিক ৬ শতাংশ।
সংবাদ সম্মেলনে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান, পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব ভুইয়া শফিকুল ইসলাম এবং তথ্য ও পরিসংখ্যান বিভাগের সচিব সুরাইয়া বেগমসহ কমিশনের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।