ডিএসইতে দেড় ঘণ্টায় লেনদেন ২২৬ কোটি টাকা
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2015/05/10/photo-1431238732.jpg)
শেয়ারবাজারে দীর্ঘ নিম্নগামী প্রবণতার পর গত কয়েক কার্যদিবস ঊর্ধ্বগামী ভাব এসেছে। সপ্তাহের প্রথম কার্যদিবসে আজ রোববার লেনদেনের শুরু থেকেই ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচকের বড় উত্থান দেখা যাচ্ছে।
আজ দুপুর ১২টায় ডিএসইএক্স ১২০.৬১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৪২৪২.৯৪ পয়েন্টে। ডিএস-৩০ সূচক ৫০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৬০৮.৮৮ পয়েন্টে।
মোট লেনদেন হয়েছে ২২৬ কোটি ৩৫ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। লেনদেন হওয়া শেয়ারের মধ্যে দাম বেড়েছে ২৬৫টির, কমেছে ২০টির ও অপরিবর্তিত রয়েছে ৬টির।
এখন পর্যন্ত ডিএসইতে লেনদেনে এগিয়ে রয়েছে- ইউনাইডেট পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন, এসিআই ফর্মুলেশন, শাহজিবাজার, অগ্নি সিস্টেমস ও সাইফ পাওয়ারটেক।